চরফ্যাশন প্রতিনিধিঃ
ইসলামি ব্যাংক পিএলসি চরফ্যাশন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শরীফপাড়াস্থ ব্যাংকের শাখা কার্যালয়ে শীতার্তদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রায় দুই শতাধিক ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা প্রধান এফ এভিপি জনাব মোঃ মেজবাউল আমিন, আরডিএস ইনচার্জ জনাব মোঃ হাবিবুল্লাহ বাহার, সহকারি ইনচার্জ জনাব মোঃ আবুল বাশার, ইউনিট অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন জুনিয়র অফিসার সামিউল হক। ইসলামী ব্যাংকের দীর্ঘদিন এ ধরনের অনুষ্ঠান বন্ধ থাকার পর হঠাৎ এ বছর কম্বল হাতে পেয়ে অসহায় মানুষের মুখে হাসি চেহারায় আনন্দের ছাপ দেখা গেছে। অনেকে এই ধরনের মন্তব্য করতে দেখা গেছে ইসলামী ব্যাংক আবার তাদের হারানো গৌরব ফিরে পেতে শুরু করছে। একজন অসহায় নারী হাতে কম্বল পেয়ে ব্যাংক ব্যবস্থাপনা পর্ষদসহ সকল কর্মকর্তা – কর্মচারীর জন্য দোয়া করেন।