ভোলা প্রতিনিধি :
সদ্য ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সেলিমের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৮ টার দিকে ভোলা পৌরসভার ২ ওয়ার্ডের গাজীপুর রোড শাহাবুদ্দিন মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দখলের চেষ্টা করেন। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কাদের মনছুর অভিযোগ করেন, বুধবার সকালের দিকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি ভূমিদস্যু সেলিম ও তার ভাই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের ক্রয় সূত্রে মালিকানা ভোগ দখলীয় ৭ শতাংশ জমি জোরপূর্বক বেড়া দিয়ে দখল করার চেষ্টা করেন। খবর পেয়ে আমি ও আমার বাবা- ভাই তাদের বাধা দিতে গেলে সেলিম ও তার সহযোগীরা দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমনের চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমরা জীবনের নিরাপত্তা রক্ষার্থে দ্রুত ঘরে চলে আসি।
তিনি আরো অভিযোগ করেন,
ভূমিদস্য সেলিম আওয়ামীলীগের প্রথম আমল থেকেই এলাকার সাধারণ মানুষদেরকে অত্যাচার নির্যাতন করে আসছেন। সেলিমের মূল পেশাই হলো অন্যের জমি জোর পূর্বক দখল করে ভোগ করা। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রথম সময় থেকে সেলিম চুরি, ছিনতাই, চাঁদাবাজি ধর্ষণসহ এমন কোন অপরাধ নাই যা তিনি করেনি। জুলাই আন্দোলনের সময়ও সেলিম তার দল-বল নিয়ে আন্দোলনরত নারীদের উপর ব্যাপক জুলুম নির্যাতন করেছে। ভূমিদস্যু সেলিমের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৬টি মামলা থাকার পরেও সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ভূমিদসু্য সেলিমকে গ্রেফতার না করায় এখন জন মনে অনেক প্রশ্ন রয়েছে।
গোলাম কাদের মনছুর ও তার পরিবারের লোকজন এখন জীবনের নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন বলেও তিনি জানান। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এব্যাপারে অভিযুক্ত পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।