মটর বাইক রি-সেলার অ্যাসোসিয়েশনের খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ , নড়াইল ( চার জেলার সমন্বয়) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার খুলনা ইকো পার্কে দিনব্যাপী অনুষ্ঠানে কমিটি গঠন, আলোচনা সভা ও সংগঠনের সদস্যদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চার জেলার শতাধিক রিকন্ডিশন্ড মোটর সাইকেল বিক্রয় শো-রুম মালিক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন নিউ মোটরসাইকেল মার্ট এর স্বাধিকারী জিয়াউল ইসলাম, আব্দুল্লাহ মোটরস এর সত্বাধিকারী মো আল আমিন বাপ্পু, শাওন মোটরস এর শাওন খান, শেখ মোটরস এর সত্বাধিকারী শেখ ইমরান, মা মোটরস এর সত্বাধিকারী মো মনির হোসেন, বাইক বাইট এর সত্বাধিকারী মাহদী হাসান সাদী, রাফি মোটরস্ এর সত্বাধিকারী সৈয়দ জালিস মাহমুদ, জুলফা মোটরস এর সত্বাধিকারী রাসেল, হাবিবুল্লাহ, খানজাহান, আলামিন, খোকন, সুমন প্রমুখ।
এ সময় সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে মোহাম্মদ আল আমিন বাপ্পু, সভাপতি হিসেবে মোহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি শাওন খান ও শেখ ইমরান, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাহাদি হাসান শাদী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আলামিন, সাংগঠনিক সম্পাদক হিসাবে মাসুম বিল্লাহ, খান জাহান ও সৈয়দ জালিস মাহমুদ, কোষাধক্ষ্য মোঃ সোহেল হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ, উপদপ্তর সম্পাদক সোহান, প্রচার সম্পাদক মোহাম্মদ বাদশা হোসেন উপপ্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান কে মনোনীত করা হয়।