১২ই ফেব্রুয়ারী ২০২৫ইং, !
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিচালনা পরিষদের এনজিও প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সন্দ্বীপের কৃতি সন্তান মোঃ আমিনুর রসুল। সম্প্রতি প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তার এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোঃ আমিনুর রসুল, যিনি বাবুল নামেও পরিচিত, দীর্ঘদিন ধরে সমুদ্র ও নৌ গবেষণা নিয়ে কাজ করছেন। তিনি দ্বীপ উন্নয়ন সংস্থার বোর্ড মেম্বার হিসেবে উপকূলীয় উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন। তার এই অভিজ্ঞতা ও গবেষণার ফলে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
সরকারের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ড আইন ২০০০ (২০০০ সনের ২৬ নং আইন) অনুযায়ী পরিচালনা পরিষদের পুনর্গঠিত কমিটিতে তিনি এনজিও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পরিষদে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি পানি সম্পদ বিশেষজ্ঞ ও অন্যান্য খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
এ বিষয়ে মোঃ আমিনুর রসুল বলেন, “এটি শুধু আমার জন্য নয়, বরং সন্দ্বীপসহ ভোলার উপকূলীয় অঞ্চলের উন্নয়নের জন্য একটি বড় সুযোগ। আমি চেষ্টা করব এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।”
তার এই অর্জনে সন্দ্বীপ ও ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট গবেষণা মহলে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও গবেষণা এই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।