বাপ্পারাজের কালজয়ী গান “প্রেমের সমাধি”-তে যে চাচা হেনার খোঁজ করেছিল, সেই হেনার অবশেষে দেখা মিলল! সময়ের পরিক্রমায় অনেক বছর পেরিয়ে গেলেও, এই গানের আবেগ ও রহস্য এখনো মানুষের হৃদয়ে গেঁথে আছে।
বাপ্পারাজের দুর্দান্ত অভিনয় ও কণ্ঠে এই গান আজও ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা দেখে বোঝা যায়, সত্যিকারের ক্লাসিক কখনো পুরানো হয় না।
আপনারা কি মনে করেন? গানটির প্রতি আপনার অনুভূতি কেমন?