চরফ্যাশন প্রতিনিধি ।।
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে গতকাল শনিবার ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূরনবী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সভায় বিশেষ অতিথি ছিলেন। সভায় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এনজিও কর্মী,উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারীও কন্যার উন্নয়ন ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় চরফ্যাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এরশাদুল হক, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী, জামায়েত ইসলাম সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক, ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা আবু ইউছুফ,উপজেলা গণঅধিকার সভাপতি মাসুদ চৌধুরী প্রমুখ।এই সময় আরো উপস্থিত চিলেন মহিলা বিষয় অধিদপ্তরের প্রশিক্ষনতী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নারীদের প্রতি বৈরিতা নয়, চাই সহমর্মিতা, দেশের একটা বড়ো অশং যদি আর্থিক ও সামজিক ভাবে উন্নতি করতে হয় তাহলে জেন্ডার বৈষম্য দূরকরে নারী এবং পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে।একজন নারী তার জীবনের সকল কাজে আমাদের সহযোগিতা করছেন ঘরে কিংবা বাহিরে। নারীর অধিকার বাস্তবায়নে নারীদেরকে সুযোগ করে দিতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে।