শুক্রবার বেলা ৩.০০ টায় ২৮.০৩.২০৫ইং ভোলার লালমোহন হাইস্কুল সুপার মার্কেট “হাসান ডিপার্টমেন্টাল স্টোর”থেকে – ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, লালমোহন উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ৫০ জন ব্যবসায়ীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রচেষ্টা।
উপজেলা শাখার সভাপতি এম এ হাসান বলেন, “ব্যবসায়ী সমাজ শুধু অর্থনৈতিক চালিকাশক্তি নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈদকে সামনে রেখে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যাতে তারা পরিবারসহ আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে পারেন।”
এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের লালমোহন উপজেলার সভাপতি এম এ হাসান, প্রধান উপদেষ্টা জনাব মাওলানা আব্দুল হক, পৌরসভার প্রধান উপদেষ্টা জনাব কাজী সাইফুল ইসলাম, উপজেলা সেক্রেটারী জনাব সোলাইমান জমাদার, পৌর সভাপতি জনাব আবু সাঈদ, পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগী ব্যবসায়ীরা। সবাই এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে সাধারণ চাল,চিনিগুড়া চাউল, চিনি, সেমাই, দুধসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। সুবিধাভোগীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও ব্যবসায়ীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকলের সহযোগিতা নিয়ে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।