তুহিন খন্দকার, ভোলা:
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি ভোলা জেলা শাখার উদ্যোগ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ দাবী জানান, গত ২৮/০১/২০২৫ইং তারিখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য ঢাকায় শিক্ষকদের আন্দোলন চলাকালে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্টেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা
জাতীয়করণ সহ ৬ দফা দাবী পুরনের ঘোষনা করা হয়েছিল। উক্ত ঘোষনা দ্রুত বাস্তবায়নের দাবীতে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বতন্ত্রে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ৬ দফা দাবি গুলো হলো, ১. ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষা ও গবেষনা ইনষ্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণে ঘোষনা অবিলম্বে বাস্তবায়ন করা।
২.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিষ্টেশন স্থগিত আদেশ ২০০৮ইং প্রত্যাহার করা। ৩.রেজিট্রেশন প্রান্ড কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক অবিলম্বে কোড নম্বরে প্রদান। ৪.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন ও গেজেঠ আকারে প্রকাশ করণ।
৫.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ।
৬.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক- ইবতেদায়ী শ্রেনী খোলা অনুমোদনের ব্যবস্থা করণ।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি ভোলা জেলা শাখা’র আহ্বায়ক
মাওঃ মোঃ ইউসুফ শরীফ,সদস্য সচিব আব্দুর রহমান চৌধুরী, যুগ্ন আহবায়ক মিসেস রুবিনা আক্তার, মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, লালমোহন উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি সভাপতি গোলাম রাব্বানী সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।