বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের হয়ে খেলতে শ্রীলঙ্কায় গেলেন ভোলার বোরহানউদ্দিনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ সিফাত ৷
গত সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই দলে জায়গা করে নিয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদীয়মান ক্রিকেটার ও বিকেএসপির ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ ৷ সে সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সোবাহান মিয়ার ছেলে ৷
অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে খেলতে যাওয়ার খবরে আনন্দিত তার পরিবার, প্রতিবেশী ও এলাকাবাসীরা ৷
আব্দুল্লাহর বড় ভাই মাজহারুল ইসলাম সোহেল জানান, পড়াশোনার পাশাপাশি ছোট বেলা থেকেই সে ক্রিকেট খেলার প্রতি বেশ মনোযোগী ছিল ৷ ২০১৮ সালে ঢাকায় এনে একটি ক্রিকেট ক্লাবে ভর্তি করা হয় তাকে ৷ ওই ক্লাবে ব্যাটিং ও উইকেট কিপিংয়ে পারফরম্যান্স ভালো করায় পরবর্তীতে ২০২০ সালে তাকে বিকেএসপিতে ভর্তি করা হয় ৷ সেখানেও একই পারফরম্যান্স ধরে রাখে সে ৷ এরই ধারাবাহিকতায় সকলের নজড় কেড়ে উইকেট রক্ষক ও ব্যাটসম্যান হিসেবে অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেয় ৷
তার প্রতিবেশী ও এলাকাবাসীদের আশা ভালো খেলার মাধ্যমে ভবিষ্যতে সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হবেন এবং বিশ্বের দরবারে দেশের মান উজ্জ্বল করবেন ৷
পুত্রের সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পিতা আব্দুস সোবহান ৷
সাঁচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা বলেন, সে আমাদের ইউনিয়নের গর্ব ৷ আশা করি ভালো খেলে দেশ ও এলাকার সুনাম বয়ে আনবে ৷
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে শুরু হবে যুব টাইগারদের শ্রীলঙ্কা সফর । এরপর ২৬ এপ্রিল প্রথম ও ২৮ এপ্রিল ২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৷ এছাড়া ১, ৩, ৬ ও ৮ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। এর আগে গত শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।