1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন মনপুরায় মাদক ব্যবসায়ী আসমার বাড়ি থেকে কোর্টের জিআরও ইয়াবাসহ আটক ভোলায় জমির মালিকানা দ্বন্দ্বে ২ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ ইকবাল ও রুবেলা গংদের বিরুদ্ধে ফকিরহাট পিএসজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ফকিরহাটে তিন মাদ্রাসা শিশু “গলায় ফাঁস” খেলতে গিয়ে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২ শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চতুর্থ শ্রেণীর ছাত্র আটক

সিদ্ধিরগঞ্জে সওজ’র জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের দোসর ভূমিদস্যু জালালের বিরুদ্ধে

উপকূল বার্তা ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫ বার পঠিত
সিদ্ধিরগঞ্জের আঁটি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে ভূমিদস্যু জালাল উদ্দিন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমি দখল করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে মার্কেট নির্মাণ শুরু করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি ডিএনডি ক্যানেল নির্মাণকালে মার্কেট ও দোকানপাট উচ্ছেদ করা হয়। ভূমিদস্যু জালাল উদ্দিন ওই জমি নিজের দাবি করে মার্কেট নির্মান শুরু করলে সওজ কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জমিটি হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ।
ভূমিদস্যু জালাল উদ্দিনের বিরুদ্ধের বিভিন্ন এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় মানববন্ধন’সহ বিক্ষোভ করেছে এলাকাবাসী। মামলা-হামলার ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের মামা শশুর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার ঘনিষ্ঠজন পরিচয়ে বিভিন্ন জনের জায়গা-জমি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা জানান, আটি মৌজায় পৈত্রিক ক্রয়কৃত সম্পত্তি সাড়ে তিন শতাংশ যাহার সিএস দাগ নং-২৩৯ আর এস ৩৮০ বিগত দিন থেকে আমরা ভোগ দখলে আছি। ভূমিদস্যু জালাল উদ্দিন আমার জমিতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেছে। আমার পৈত্রিক সম্পত্তিতে সাইনবোর্ড লাগাতে গেলে সাইনবোর্ড তুলে ফেলে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।
অপর ভুক্তভোগী জানান, আটি মৌজায় ক্রয়কৃত তিন শতাংশ জমি যাহার সিএস দাগ নং-২৩৯, আর এস দাগ নং-৩৮০ হইতে সাড়ে তিন শতাংশ জমি গত ২০-০৯-২০২০ইং তারিখে দলিল নম্বার ৩০৮১ মূলে ক্রয় করিয়া ভোগ দখল করিতেছি। গত ০২-০১-২২ইং তারিখে ভূমিদস্যু জালাল উদ্দিন জোড় পূর্বক জমি দখল করে নেয়। উক্ত জমিতে সাইনবোড দিতে গেলে বাঁধা প্রদান করে এবং প্রাণ নাশের হুমকি দেয়।
আরেক ভুক্তভোগী জানান, আমার আটি মৌজায় দেড় শতাংশ জমি যাহার দাগ সিএস দাগ নং  ২৪১/ ২৩৮ আর এস দাগ নং-৩৮৪/৩৮১ দাগ হইতে দেড় শতাংশ জাল দলিল করিয়া জোড় পূর্বক দখল করে নেয় এবং একই মৌজার সিএ দাগ নং-২১৬ হইতে সাত শতাংশ জমি হইতে জালালের কাছে বিক্রি করি। উক্ত জমি গত ১৩-১২-১৯৭৬ইং তারিখে রেজিষ্ট্রি করার সময় আমার ছোট ভাই মৃত আব্দুল খালেকের সাত শতাংশ জমি আমার ছোট ভাইকে নাবালক সাজিয়ে প্রতারণার মাধ্যমে আমার নিকট হইতে আমার ছোট ভাইয়ের জমি লিখে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটি মৌজা সি এস নং-২৪০ আর এস দাগ নং-৩৮২/৩৮৩ দাগে আমার ক্রয়কৃত চার শতাংশ উক্ত সম্পত্তি বাড়ী করে ভোগদখল করে আসতেছি। উক্ত রাস্তা জোরপূর্বক দখল করার পায়তারা করে ভূমিদস্যু জালাল উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে জালাল উদ্দিন মুঠো ফেনে বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। মৌচাকের এই সম্পত্তি নিয়ে আদালতে মামলায় রায় পেয়েছি তাই কাজ করছি বিস্তারিত জমিতে দেওয়া সাইনবোর্ডে দেওয়া আছে দেখে নেন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা