আইন ও সলিশ কেন্দ্র (আসক) এর সাতক্ষীরা সদর উপজেলার শিশু কল্যান বোর্ড এর সাথে সভা
আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় “স্টেপ আপ দি ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্” প্রকল্পটি টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস এর অর্থায়নে শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদর উপজেলার শিশু কল্যান বোর্ড এর সাথে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাতক্ষীরা সদর উপজেলার শিশু নির্যাতন ,বাল্যবিবাহ সহ বিভিন্ন শিশু নির্যাতনে শিশু কল্যান বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার মাধ্যমে সাতক্ষীরা সদরকে একটি শিশু নির্যাতন মুক্ত উপজেলা তৈরীতে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
১৩ মে ২০২৫, মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণার রুমে শিশু কল্যান বোর্ডের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শরিফুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার মো: শরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু কল্যান বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আইন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট অফিসার মো. আজাহারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ ইস্নপেক্টর মো: শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা সহকারী পরিচালক মো, রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ ও ড. দিলারা বেগম, ,ওসিসি’র প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো: শরিফুল ইসলাম, সিডাব্লিউসিএস এর মো: রুহুল আমিন, সুশীলন এর উপ পরিচালক জি এম মনিরুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী ও আসাদুজ্জামান প্রমুখ। সভাপতি তার বক্তব্যে শিশু সুরক্ষায় সরকারি ও বে – সরকারি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিশু সুরক্ষায় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য বেসরকারি সংস্থাকে আহ্বান জানান।