সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সড়ক দুর্ঘটনায় এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বুধহাটা বাজারের গাজী ট্রেডার্স (আনারের সারের দোকান) এর সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ-ওসি শামছুল আরেফিন জানান, তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান হৃদয় (২৪) মোটরসাইকেলযোগে বাজারে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। বিকেলে ময়না তদন্তের জন্য হৃদয়ের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেহেদী হাসান হৃদয় আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান।
প্রতিবেশী মহাদেব সরকার জানান, নিহত হৃদয় বুধহাটা বাজারে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করতেন। আশাশুনি উপজেলার বেউলা গ্রামের জামাল উদ্দিনের একমাত্র সন্তান। তার বাবা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল হৃদয়। হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার জন্য অবৈধ ট্রলি চলাচল ও বেপরোয়া গতিকে দায়ী করছেন। তারা দ্রুত দায়ী চালককে শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। #