চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভাসান চর গ্রামে এ হামলা ও ভাঙচুর ঘটনা ঘটে।
জানা যায়,ভাসান চর গ্রামের মোহাম্মদ শাহজাহান বকশি ও ওবায়দুল্লাহ পন্ডিত এর মধ্যে ৩ একর ২৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল । এ নিয়ে ২০১৭ ইং সনে ওবায়দুল্লাহ পন্ডিতকে বিবাদী করে আদালতে মামলা দায়ের শাজাহান বকশী। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।
শাহজাহান বকশি অভিযোগ প্রতিপক্ষ ওবায়দুল্লাহ পন্ডিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন সময় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করেন। তারই অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘরের জালানা ভেঙে অতর্কিত হামলা চালায়।
এ সময় আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তার ছেলে আরিফকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দিলে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফকে আটক করেন। এ ঘটনায় জীবন ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করছেন শাজাহান।
এ বিষয়ে প্রতিপক্ষ ওবায়দুল্লাহ পন্ডিতকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী নিহার বেগম হামলার বিষয়টি স্বীকার করে বলেন তার ছেলে আরিফের হঠাৎ করে মাথায় সমস্যা হয়েছে তাই এ হামলা করেছেন। আমরা পর থেকে আরিফকে শিকলে বেঁধে রেখেছি। তবে তাদের সাথে জমি জমার বিরোধ রয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান (রাসেল) জানান, শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।