1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন মনপুরায় মাদক ব্যবসায়ী আসমার বাড়ি থেকে কোর্টের জিআরও ইয়াবাসহ আটক ভোলায় জমির মালিকানা দ্বন্দ্বে ২ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ ইকবাল ও রুবেলা গংদের বিরুদ্ধে ফকিরহাট পিএসজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ফকিরহাটে তিন মাদ্রাসা শিশু “গলায় ফাঁস” খেলতে গিয়ে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২ শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চতুর্থ শ্রেণীর ছাত্র আটক

স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন বিষয়ক প্রাক-বাজেট ২০২৫-২৬ গোলটেবিল আলোচনায় টেকসই ও ন্যায্য বাজেট বরাদ্দের আহ্বান

ডেক্স রিপোর্ট:
  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪ বার পঠিত

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের প্রাক্কালে স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাজেট বরাদ্দ নিশ্চিতের লক্ষ্যে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় ১৭ মে ২০২৫, শনিবার, বিকাল ৩টায়, সিরডাপ মিলনায়তনে।
উন্নয়ন সংস্থা ডর্‌প-এর আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশ-এর সহায়তায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও কমিশনের প্রতিনিধি, অর্থনীতিবিদ, প্রকৌশলী, উন্নয়নকর্মী এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তোফায়েল আহমেদ, চেয়ারম্যান, স্থানীয় সরকার সংস্কার কমিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি; ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, সদস্য, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন; ড. জিল্লুর রহমান এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন; সাব্বির আহমেদ এফসিএ, সদস্য, ব্যাংক সংস্কার টাস্কফোর্স
উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং দ্বিতীয় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্‌প-এর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন মীর আব্দুস সাহিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; এহতেশামুল রাসেল খান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) (অতি.দা.), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মাইনুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনরা আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন ডর্‌প-এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন। তিনি সভাপতির বক্তব্যে ডর্‌প-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং স্থানীয় সরকার বাজেট বৃদ্ধি এবং সঠিক ব্যবহার এর মাধ্যমে দেশের পানি ও স্যানিটেশন এর সমস্যা সমাধান করার দাবি তুলে ধরেন। সঞ্চালনা করেন মোহাম্মদ যোবায়ের হাসান, উপ-নির্বাহী পরিচালক, ডর্‌প।
মূল প্রবন্ধে ড. মাহফুজ কবীর বলেন, দেশের পানি ও স্যানিটেশন খাতে সঠিক বাজেট বরাদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তবে ড. তোফায়েল বলেন, ইউনিয়ন পরিষদভিত্তিক জন-প্রতি বাজেট বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত জরুরি যাতে প্রত্যন্ত অঞ্চলের জনগণ নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা গ্রহণ করতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বাজেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জেলা পর্যায়ে বাজেট সংলাপ আয়োজনের মাধ্যমে জনগণের বাস্তব চাহিদা বাজেটে প্রতিফলিত করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনসমূহে বাজেট বৃদ্ধি পেলেও গ্রামীণ এলাকায় সে তুলনায় বরাদ্দ আশানুরূপ নয়। এই বাজেট বৈষম্য দূর করে সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাজেট নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর জন্য পানি ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত ও ন্যায্য বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা জলবায়ু বাজেটের সঠিক ব্যবহার, বরাদ্দের স্বচ্ছতা এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বক্তারা উল্লেখ করেন যে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে স্থানীয় সরকার সংস্কার কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার নিকট একটি সুপারিশমালা জমা দিয়েছে এবং আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানের প্রতি সুপারিশ করেন যেন তিনি আসন্ন বাজেটে মাঠপর্যায়ের বাস্তবতা ও বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখেন।
ডর্‌প আশা করে, এই গোলটেবিল আলোচনায় উপস্থাপিত সুপারিশসমূহ জাতীয় বাজেট ২০২৫-২৬-এ প্রতিফলিত হবে এবং এটি একটি জনমুখী, বাস্তবায়নযোগ্য ও টেকসই বাজেট প্রণয়নে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা