মোঃ আবুরায়হান ইসলামঃ
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইয়ুথ অ্যাম্বাসেডরের আয়োজনে এবং দি হ্যাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় মোংলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন (১০৪৮) কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
২৯ শে জানুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোংলা উপজেলার সকল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর সুকমল মণ্ডল, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ এরশাদুজ্জামান সেলিম, মোংলা উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সোহাগ, বাগেরহাট জেলা যুব মহিলা লীগের নেত্রী শুসমিতা এবং লিজা আক্তার, মোংলা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, বাগেরহাট ইয়ুথ মুভি লাইজেশন অফিসার মুস্তাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সজিব, সুন্দরবন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন, এনজিও কর্মী সোহেল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় প্রধান অতিথি বলেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহিংসতার কথা তুলে ধরেন, এই সহিংসতা বন্দে সংশ্লিষ্ট প্রশাসনের উপর জোর দাবি জানান । সবাই মিলে সুন্দর সমৃদ্ধি ও সৌহার্দপূর্ন রাষ্ট্র গঠনে সকলের ভূমিকা রাখার আহ্বান জানান । আর এ কারণেই সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়তে চাই ।