মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে বৃহস্পতিবার টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’ প্রকল্পের উদ্যোগে শিশু যৌন শোষণ প্রতিরোধে দ্যা পোল ষ্টার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিশু দলের সদস্য ইব্রাহীম এর সভাপতিত্বে শিশু দলের সাথে নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিশু দলের সদস্য পায়েল কর্মকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার রাহিমা বেগম। এ সময় তিনি প্রকল্পের লক্ষ্য যথাযথ ভাবে বাস্তবায়নে শিশুদেরকে যৌন শোষণ থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় এবং আশেপাশে পরিবেশকে কিভাবে যৌন শোষণমুক্ত রাখা যায় এবং শিশুর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের উপর বিস্তারিত বর্ণনা করেন।
সভায় জানানো হয়, শিশুর যৌন শোষণ প্রতিরোধে করণীয় , জরুরী প্রয়োজনে করণীয় ও স্কুল ভিত্তিক শিশু দলের করণীয় বিষয়ে কর্মপরিকল্পন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা পোল ষ্টার পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মÐল। আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আলী রাজ। প্রেস বিজ্ঞপ্তি