স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীতে আন্তর্জাতিক সার্বজনীন তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ইটবাড়িয়া ইউনিয়নের নানান শ্রেণী পেশার জনসাধারণদের উপস্থিতিতে দেয়লিকা উন্মোচন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মসূচী পালন করে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী।
আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং রাইম’স এর সহযোগিতায় “জিএফএফও” এর অর্থায়নে চাইল্ড সেন্টার্ড এন্টিসিপেটরী প্রজেক্ট এর আওতায় জেলার বিভিন্ন উপজেলায়ও আন্তর্জাতিক সার্বজনীন তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে খেজুর তলা থেকে র্যালী বের হয়ে চান্দখালী জনতা মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিন করে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে আলচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইল্ড সেন্টার্ড এন্টিসিপেটরী প্রজেক্ট জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইট বাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাঃখালেদা বেগম, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং ইটবাড়িয়া ইউনিয়নের তথ্য আপা ইসরাত জাহান নুপুর।
আলোচনায় অতিথিরা বলেন, এই প্রান্তিক এলাকায় প্রতিটি মানুষের তথ্য অধিকার সম্পর্কে,এবং সরকারের সেবা সমূহ কিভাবে পাওয়া যাবে তার যথাযথ মাধ্যমগুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে,বিশেষত এই প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড় এর পূর্বাভাস যাতে প্রতিটি মানুষ সহজে পায় এবং যারা অতি ঝুকিতে বসবাস করে তাদেরকে সহযোগীতা করার জন্য সকাল কে এক যোগে কাজ করতে হবে এবং উপস্থিত সকলে এই আয়োজন এর জন্য জাগোনারী এবং সেইভ দ্যা চিলড্রেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।