মিজানুর রহমান:
বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মধ্যে নগদ টাকা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়নে আজ ৩০ সেপ্টেম্বর সোমবার ফেনির কালিদহে ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সহযোগীতা করা হয়।
১৪৩টি পরিবারের মধ্যে নগদ মোবাইল হিসাবের মাধ্য প্রতিটি পরিবারকে ৬০৯০ টাকা ও স্বাস্থ্য উপকরণ হিসাবে ০১ ঢাকনা সহ বালতি, ১টি মগ, ১ প্যাকেট স্যানিটারি প্যাড, ১টি নেইল কাটার, ১টি গামছা, ২টি সাবান, ২ প্যাকেট ডিটারজেন্ট (৫০০ গ্রাম) পাউডার, ১টি টুথ পেষ্ট, ৪টি ব্রাশ, ১টি নারিকেল তৈল, ১টি এন্টিসেপটিক জীবানুনাশক, ১০টি স্যালাইন ও ২ পাতা পাানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ধর ও সহকারী শিক্ষক মাধুরী রায় সহ এলাকার লোকজনের উপস্থিতিতে এই উপকরণ বিতরণ করা হয়। ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সহযোগীতার কাজে সর্বাত্মক সহযোগীতা করেন।