চরফ্যাশন প্রতিনিধিঃ
চরফ্যাশনে দৈনিক ইত্তেফাকের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বিকেলে শরীফপাড়াস্থ হোটেল মারুফ ইন্টারন্যাশনালে দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ, শ্রমিকদলের সভাপতি মীর আবুল কালাম আযাদ, উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসউদ্দিন কাউছ, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল দৈনিক ইত্তেফাকের ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ও নজরুল কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ( ক্রাইম নিউজ) মাহবুবুর রহমান নাজমুল (দৈনিক জনতা), শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন) কামরুল সিকদার ( বরিশাল বার্তা), শোয়েব চৌধুরী (ভোরের কাগজ), মোস্তাফিজুর রহমান পত্রিকা বিক্রেতা মনির হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন,দৈনিক ইত্তেফাক দেশের সবচেয়ে পুরনো পত্রিকা। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের নানা ক্রান্তিকাল উত্তোরণে দৈনিক ইত্তেফাকের অবদান অনস্বীকার্য। আমি আশা করি এ পত্রিকা আগামী দিনেও আমাদের প্রিয় দেশ ও দেশের জনগণের কল্যাণে অবদান রাখবে।দৈনিক ইত্তেফাকের জন্য অনেক শুভ কামনা রইল।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক ইত্তেফাকের চরফ্যাশন প্রতিনিধি মিজানুর রহমান নয়ন অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে দৈনিক ইত্তেফাকের জন্য শুভ কামনা করে অতিথিরা বক্তৃতা করেন। অতিথিদের বক্তৃতা শেষে প্রধান অতিথি ও প্রতিনিধি মিজান নয়ন উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।