ঢাকা, সিরডাপ, ১৮ জানুয়ারী ২০২৫। Global Partnership for Effective Development Cooperation (GPEDC) এর ৪র্থ মনিটরিং রাউন্ডে সিভিল সোসাইটির ভ‚মিকা নিয়ে ১৮ জানুয়ারী ২০২৫ তারিখে সিরডাপ মিলনায়তনে বিডিসিএসও, সিডিপি, এবং কোস্ট ফাউন্ডেশন যৌথভাবে একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। কর্মশালায় দেশের ৮টি বিভাগ থেকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৪০ টিরও বেশী সিভিল সোসাইটি সংগঠন (CSO) অংশগ্রহণ করে। সেমিনারে GPEDC এর ৪র্থ রাউন্ড মনিটরিং এর বাংলাদেশের জাতীয় সমন্বয়ক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. জাহাঙ্গীর সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন রেজাউল করিম চৌধুরী, কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দক্ষিণ এশিয়া সিভিল সোসাইটির ফোকাল পারসন। সর্বপ্রকার আমলাতান্ত্রিক জটিলতা, কার্য সম্পাদনের জন্য অর্থ প্রদান ও গ্রহণ বিষয়ে CSO প্রতিনিধিগণ উদ্বেগ প্রকাশ করেন এবং স্বাধীনভাবে কাজ ও কথা বলার পরিবেশ তৈরীর জন্য আহবান জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সোহেল ইকবাল, কোস্ট ফাউন্ডেশন; মাসুম জাহাঙ্গীর, সিডিপি; জিয়াউল হক মুক্তা, সিএসআরএল। GPEDC এর কো-চেয়ার লুকা ফারজা বিশেষ অতিথি হিসাবে তার বক্তব্য পেশ করেন। ড. রেজাউল বাশার সিদ্দিক, অতিরিক্ত সচিব, ইআরডি; সরদার এম আসাদুজ্জামান, সহকারী আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি; বেন মরগ্যান, জাতিসংঘ আবাসিক সমন্বয়কের প্রতিনিধি; কে. এ. এম. মোর্শেদ, সিনিয়র পরিচালক, ব্রাক; গওহর নায়েম ওয়ারা, দুর্যোগ ফোরাম; ডোরা থেকে শরীফ জামিল, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু নাইম, এফবিসিসিআই; নারী উদ্যোক্তা তাসলিমা মিজি গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেন যার আলোকে অংশীদারীত্ব বৃদ্বির মাধ্যমে উন্নয়ন সহায়তা কার্যকরী করা ও কাঠামো, প্রাতিষ্ঠানিক পর্যায়ে আচরণগত পরিবর্তন আনয়নে সহায়ক হবে।
জিয়াউল হক মুক্তা বলেন সিভিল সোসাইটির ইতিহাস বাংলাদেশের অনেক প্রাচীন এবং রাজনৈতিক সমালোচনায় অংশ গ্রহণ করে। লুকা ফারজা বলেন স্বাধীন এবং সক্রিয় সিভিল সোসাইটি এসডিজি বাস্তবায়নের জন্য জরুরী। মূল প্রবন্ধে ড. সোহেল ইকবাল GPEDC এবং মনিটরিং রাউন্ডের প্রেক্ষাপট সকলের জন্য ব্যাখা করেন। মনিটরিং রাউন্ডে সিভিল সোসাইটির জন্য নির্দিষ্ট প্রশ্নমালা ও উত্তর প্রদান প্রক্রিয়া নিয়ে ধারণা প্রদান করেন। কেএএম মোর্শেদ সংস্কার বিষয়ে গুরুত্ব দেয়ার উপর জোর দেন। সরদার এম আসাদুজ্জামান অংশীদারীত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তায়নের জন্য ইউএনডিপির সহায়তা করার কথা বলেন। গরহর নাইম ওয়ারা উন্নয়ন কার্যক্রমে সরকার এবং সিভিল সোসাইটির সমালোচনা করে নানাবিধ প্রতিবন্ধকতা ও আচরণগত পরিবর্তনের কথা বলেন। সঞ্চালক রোজাউল করিম চৌধুরী সিভিল সোসাইটির কার্যক্রমের কিছু উদাহলন দেন যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এ এইচ এম জাহাঙ্গীর সকল কাজে সিভিল সোসাইটির অংশগ্রহণকে স্বাগত জানান এবং এ বিষয়ে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশস্ত করেন।