ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অদ্য ১২.০২.২০২৫ ইং তারিখ বুধবার ভোলার দৌলতখান উপজেলায় উপজেলা হলরুমে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়তি রাণী কৈরী ইউএনও দৌলতখান,ভোলা।এর আগে ব্র্যাক জেলা সমন্বয়ক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।দক্ষতা উন্নয়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক কনিকা বাড়ৈয় কর্মসূচীর উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।কর্মসূচীর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ (১৪-১৮ বয়সী অসচ্ছল বেকার যুবক-যুবতী)কিভাবে কোন কৌশলে হাতে-কলমে দক্ষতা অর্জন করেন বা কাজ শেখেন এবং স্বাবলম্বী হন ও সেই সাথে চাকুরী অর্জন বা উদ্যোকতা হতে পারেন সেটিই এ কর্মসূচীর মুল লক্ষ্য। মুক্ত আলোচনায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,উপজেলার ইউপি চেয়ারম্যানগণ,কর্মসূচীর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। ইউএনও মহোদয় তার বক্তব্যে ব্র্যাককে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসাবে উল্লেখ করে ব্র্যাকের সকল কর্মসূচীর প্রসংশা করেন। দক্ষতা উন্নয়ন কর্মসূচীর কর্মকান্ডকে মডেল হিসাবে উল্লেখ করে বাংলাদেশ সরকার এটা চালু করতে পারেন বলে মন্তব্য করেন। তিনি এ উপজেলায় ব্র্যাক কর্মসূচীর মেয়াদ বৃদ্ধি করার ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।সভায় এ সময় ব্র্যাকের স্থানীয় শাখার ম্যানেজার ওয়ালিউর রহমান,কর্মসূচীর পিও সম্পা রাণী সোম এবং অন্যান্য ব্র্যাক কর্মসূচীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান ব্র্যাক জেলা সমম্বয়ক ভোলা।