মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উদ্যোগে এ আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আটজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিতা দে’র সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অনগ্রসর জনগোষ্ঠীকে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা, গ্রাম আদালত সম্পর্কে এলাকার মানুষকে ধারণা প্রদান এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জানানো হয়।
এছাড়া গ্রাম আদালত আইন -২০০৬ (২০২৪ সালের সংশোধনী সহ) গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, সুবিধা, এখতিয়ার ও বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য একটি র্যালি বের করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রেজাউল করিম, মোঃ জাহাঙ্গীর মোল্লা, রাজিয়া বেগম, মনিন্দ্রনাথ মন্ডল, মোঃ আশরাফুল আলম, মোঃ আইয়ুব আলী মোল্লা, মোঃ পারভেজ মিয়া, মোঃ ওলিয়ার শেখ, বিধান মন্ডল, মোঃ লিটন মোল্লা, এলাচি বেগম, সন্ধ্যা বালা, সাংবাদিক মিয়া পারভেজ আলম, শরিফুল ইসলাম দিদার, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।