কামরুল আলম.
বাকেরগঞ্জ কোস্ট ফাউন্ডেশন এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি কোস্ট পরিবারের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টায় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ১২:০১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যাবস্থাপক জনাব মো. ইমাম হোসেন, মহেশপুর শাখা ব্যাবস্থাপক জনাব মো. শাকিল, শাখা হিসাব রক্ষক মাধব মিত্র, মো. কামরুল আলম, ঋণ ও উন্নয়ন কর্মকর্তা মো. সালেহউদ্দিন, নিশাত জাহান কনা, মো.তরিকুল ইসলাম সবুজ, প্রকল্প থেকে উপস্থিত ছিলেন মনিকা দাস, সানজিদা প্রমুখ। পুষ্প অর্পণ শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি কোস্ট পরিবারের শ্রদ্ধাঞ্জলিতে
একুশের প্রেরণাই আমাদের প্রতিবাদের শক্তি এই প্রতি পাদ্যকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভাটি শাখা ব্যাবস্থাপক জনাব ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।