বাউফল প্রতিনিধি:
ৎপটুয়াখালীর বাউফলে স্পিড ট্রাস্ট আয়োজনে ৫ মার্চ ২০২৫ (বুধবার) চন্দ্রদ্বীপ দক্ষিন ক্লাস্টার জন সমবায় গ্রæপের নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জন সমবায় দলীয় নেতা জেসমিন বেগম সভাপতিত্বে আয়োজিত সভায় সঞ্চলনায় ছিলেন উজ্জীবক সাইফুল ইসলাম। এএলআরডি (মিজেরিয়া) প্রকল্পের আয়োজিত সভায় ১১ টি জন সমবায় দলীয় কার্যক্রম উপস্থাপনর করেন স্পিড ট্রাস্ট এনিমেটর সালমা বেগম।
দলীয় সভা সমস্যা এবং করনীয় বিষয় আলোচনা হয়। সভায় চন্দ্রদ্বীপ এলাকায় ৯ টি জন সমবায় দলের নেতা অংশগ্রহন করেন। এ সময় ভূমিষত্ব, সরকারি সেবা , যৌথ পূজি এবং যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা এবং আগামী ২ মাসের একটি কর্ম পরিকল্পনা করা হয়। এবং জন সমবায় দলীয় নেতাদের বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়।