মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র উদ্যোগে ১৬ ও ১৭ মার্চ. ২০২৫ তারিখে (রবি ও সোমবার) দুই দিন টেরে দেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপ আপ দ্যা ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’(সুফাসেক) প্রকল্পের উদ্যোগে শিশু যৌন শোষণ প্রতিরোধে সাতক্ষীর চেজ্ঞএজেন্ট গ্রুপ ১ ও ২ এর সাথে মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিং এ শিশুর যৌন শৌষণ প্রতিরোধে এলাকাতে নিজ উদ্যোগে গত এক বছরের চেজ্ঞএজেন্ট গ্রুপ সদস্যদের দ্বারা এলাকাতে বিশেষ কোন পরিবর্তন ও কাজ করার ক্ষেত্রে কোন প্রকার চ্যালেজ্ঞের সম্মুখিন হয়েছিল এবং চ্যালেজ্ঞ মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে তারা তাদের আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রস্তুত করেন। মিটিংএ চেজ্ঞএজেন্ট দুই গ্রুপের ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।