সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ডা.মামুন ফাউন্ডেশন কর্তৃক মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।গত ১ এপ্রিল উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালে চার জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.বাহাউদ্দিন আল মামুন। ডা. মামুন ফাউন্ডেশন ’শিক্ষা, সমাজকাজ আর স্বপ্ন-বিস্তার’ শ্লোগান নিয়ে নানামুখী কর্মকান্ডে নিবেদিত। ২০২৫ সালে কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের ভৌগোলিক সীমানাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা)অষ্টম হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চুড়ান্তভাবে চার জন শিক্ষার্থীকে ডা.মামুন ফাউন্ডেশন স্কলারশিপ-২০২৫ এর জন্যে মনোনীত করা হয়। অনুষ্ঠানে বিশেষ মেধার স্বাক্ষর রেখে সরকারী মেডিকেল কলেজে চলতি বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি,অতিরিক্ত জেলা প্রশাসক, ঝালকাঠি জনাব তৌহিদুল ইসলাম বলেন, ’মানুষ মাত্রই সামাজিকভাবে দায়বদ্ধ। ডা.মামুন ফাউন্ডেশনের এই উদ্যোগ মেধাকে স্বীকৃতি দিয়ে যে নান্দনিক আবহ তৈরি করেছে, তা মেধাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ও বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আবদুল জলিল খান বৃত্তির আলোকে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রশংসা করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন খান এর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো.রফিকুল ইসলাম নান্নু,সিনিয়র শিক্ষক মো.খালেদুজ্জামান খান ফোরকান,সহকারী অধ্যাপক জিএম জহিরুল ইসলাম,মো.মোহেব উল্লাহ আনসারী,সিনিয়র শিক্ষক মো.মশিউর রহমান সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
সমাজসেবী মো.মনির হোসেন নতুন প্রজন্মকে উৎসাহদানে সকল প্রকার সহযোগিতার অঙ্গীকার করেন। ডা.মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ডা.মামুন ফাউন্ডেশন কোন ব্যক্তিগত সংগঠন নয়, বরং সমাজের সকলের তরে সম্মিলিত ব্যক্তির চলমান প্রচেষ্টামাত্র।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সহকারী ভূমি কর্মকর্তা মো.মোজাহেরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার মো. মজিবুর রহমান, বিপাশা সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা নবাব আলী খান, সমাজ সেবক মো.মমিন খান,মো.মশিউর রহমান সুমন, বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা মো.সোহাগ,ও পিআইও মো.সোহাগ খান প্রমুখ।