নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিনে বাল্যবিবাহ প্রতিরোধ,মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সুশিলনের উদ্যোগে ইউনিসেফ এর আর্থিক সহযোগিতায় নেটওয়ার্কিং গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে সোমবার সকালে সুশীলনের প্রজেক্ট কর্মকর্তা ইয়াসমিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রজেক্ট কোঅডিনেটর রেখা ইয়াসমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সকল স্তরের মানুষের এগিয়ে আসা উচিত,আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা বাল্য বিবাহ ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় তিনি বলেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো,মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত করা,এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে ও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা কমিউনিটি মভিলাইজার আসমা বেগম ও মোঃ রাজিব সহ নেটওয়ার্কিং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।