এগারো মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের উদ্যােগে ১৩ মে মঙলবার বিকালে চাষাঢ়া ছাত্র শিবিরের কার্যালয়ে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেন জীবন থাকতে বাংলাদেশে কোন ধরনের কুরআন বিরোধী আইন বাস্তবায়ন হতে দিবোনা। আপানাদের মনে রাখতে হবে মানুষরে মতবাদ দিয়ে কখনো আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সৎ লোকের শাসন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্র শিবির কুরআনকে আঁকড়ে ধরার কারনে উপ মহাদেশে ব্যাপক সুনাম বয়ে এনেছে। তাই আমাদের প্রত্যেকে কুরআন বুজে জীবন গঠন করতে হবে।
নারায়নগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় কুরআন দিবসে কুরআনের গুরুত্ব নিয়ে শতাধিক ছাত্র শিবির নেতা কর্মীদের সাথে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।