নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গিয়াস উদ্দিন লিটন ও সদস্য সচিব আতিফ আসলাম রুবেলের স্বাক্ষরিত ১ বিজ্ঞপ্তিতে মোঃ ইলিয়াস ভূঁইয়া কে সভাপতি, মোঃ সেলিম উদ্দিন বাহারকে সহ-সভাপতি,মোঃ পাভেল হাওলাদারকে সাধারণ সম্পাদক,মোঃ মিরাজকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ মামুন কে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন বেপাড়ি বলেন, পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ভোলা ২ আসনের সাবেক এমপি ইব্রাহিম আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা নিজ হাতে গড়া একটি সংগঠন, আগামী সংসদ নির্বাচনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করার জন্য ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে, যে কোন প্রকার চাঁদাবাজি বা অন্যায় রুখে দিতে আমরা বদ্ধপরিকর ।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার বলেন, এই কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কাজ আরো গতিশীল হলো, আশা রাখি এই কমিটির মাধ্যমে আমরা সুসংগঠিত হয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইলিয়াস ভূইয়া বলেন,স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন,ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে দলের ক্লান্তি লগ্ন সময়ে অথবা যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক দল, আমাদের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে এই কমিটির মাধ্যমে আমরা সাংগঠনিক কাজকে আরো গতিশীল গড়ে তুলবো।