1. admin@upokulbarta24.com : admin : Sohel Mahamud
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শৃংখলায় ফেরেনি ভোলা সদর জেনারেল হাসপাতাল ভোলায় জনদুর্ভোগ কমাতে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আসন্ন বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি বোরহানউদ্দিনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন মনপুরায় মাদক ব্যবসায়ী আসমার বাড়ি থেকে কোর্টের জিআরও ইয়াবাসহ আটক ভোলায় জমির মালিকানা দ্বন্দ্বে ২ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ ইকবাল ও রুবেলা গংদের বিরুদ্ধে ফকিরহাট পিএসজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ফকিরহাটে তিন মাদ্রাসা শিশু “গলায় ফাঁস” খেলতে গিয়ে একজনের মৃত্যু, গ্রেপ্তার ২ শতবর্ষ উদযাপন উপলক্ষে দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

সাতক্ষীরা ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সমাপনী

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রিভেন্টিভ চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।
ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার এন্ড এস আর এইচ আর কো-অর্ডিনেটর তাহমিদা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাড এইড অফিসার নাসির উদ্দিন ফরাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক মো: মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা সমাজসেবা অফিসার সন্তোষ কুমার নাথ, সাংবাদিক আব্দুল বারী, হাফেজ খায়রুল বাশার,  স্কুল শিক্ষার্থী আফিফা আইয়ুব প্রমুখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবীর।
এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সেবাদানকারী, বিভিন্ন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, পিয়ার গ্রুপ সদস্য, ইয়ুথ ক্লাব সদস্য, মেনকেয়ার গ্রুপ সদস্য, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্য, সিভিএ সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ অংশীদারিত্বের ভিত্তিতে বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলা এবং সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ নিরসন ও প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে, বিভিন্ন কার্যক্রম ২০২১ সাল থেকে কাজ করেছে। সাতক্ষীরা জেলায় ২৬টি ইউনিয়ন ও পৌরসভা ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭টি কমিউনিটি ক্লিনিক, ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন স্থানীয় স্টেকহোল্ডার ও গ্রুপের সদস্যদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৬৪০ জন ছাত্রীকে প্রতি মাসে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান, খেলাধুলার সামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে ১০ মাস ব্যাপী সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চেঞ্জরুম বা কমন রুমের সেলফ, টয়লেট পরিস্কারক সামগ্রী দেওয়া হয়েছে।
এছাড়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট ব্যবস্থার সংস্কার কাজ এবং ৪৫টি স্কুলে ছাত্রীদের চেঞ্জরুম স্থাপন, ২৭টি কমিউনিটি ক্লিনিক এবং ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব কর্নার স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান এবং সেবাদানকারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলায় স্থানীয় স্টেকহোল্ডারগণের সহায়তায় মোট ৬২টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা