মোঃ মহিউদ্দিন, ভোলা
ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরাই মটরসাইকেল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে উদ্ধার করা হয়েছে পাঁচটি চোরাইকৃত মটরসাইকেল।
পুলিশ জানায়, গত ২০ মে ২০২৫ তারিখ রাত অনুমানিক ৮টার দিকে এসআই (নিঃ) ইসমাইল হোসেন ও এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক তিন আসামি হলো—
১। শুভ (২৩), পিতা- ভবেশ চন্দ্র সোম, মাতা- মনিকা রানী দে, সাং- ছোট মানিকা, বোরহানউদ্দিন।
২। মোঃ ওয়াসিম (২১), পিতা- আবুল কালাম, মাতা- নাসিমা খাতুন, সাং- হালুয়াঘাট, ময়মনসিংহ, বর্তমান ঠিকানা- শুক্রাবাদ, ধানমন্ডি, ডিএমপি ঢাকা।
৩। মোঃ শাকিল (৩০), পিতা- মিজানুর রহমান, মাতা- মোসাঃ শাহিনা আক্তার, সাং- দক্ষিণ দিঘলদী, ভোলা।
তারা সবাই চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সরাসরি জড়িত এবং একটি সক্রিয় চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাচ্ছে এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।