নিজস্ব প্রতিনিধি:
তালার তেঁতুলিয়া ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনে পক্ষ ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে জাগরন বার্তা ফাউন্ডেশনের আয়োজনে পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এম এম মারুফ-উল-ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ মোবারক বিশ্বাস, সমাজসেবক ইয়াছিন বিশ্বাস, ব্যবসায়ী হাইদার ফকির, শহিদুল বিশ্বাস, রাশিদুল বিশ্বাস, শহীদ বিশ্বাস, সংগঠনের সদস্য নাসির, ইমরুল, রাসেল, হারুন, রুহলামিন, আব্বাস, আকবার, অজিয়ার, রাহুল প্রমুখ।
বক্তরা বলেন, জাগরন বার্তা ফাউন্ডেশন (পূর্বে আলো ফাউন্ডেশন) ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করা, শিক্ষা, পেশাভিত্তিক, এডভোকেসি, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবা, বেকারত্ব, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও উদ্দোক্তা মোগিভেশন সহ বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত হয়ে আসছে। আমাদের একটাই লক্ষ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নিজের যোগ্যতা অনুযায়ী সমাজ, মানুষ সংস্কারের সাথে যুক্ত থেকে পরিবর্তত যুগের সাথে সাথে নিজের কমিউনিটির সদস্যদের স্কিল্ড বৃদ্ধি ও সচেতনার মাধ্যমে নতুন প্রজন্মকে প্রস্তুত করা।
সমাজের বৃত্তবানদের প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কাজকে সহযোগিতা ও উৎসাহিত করা, সমাজ ও রাষ্ট্রের সংকটে নিজেদের প্রত্যক্ষ ভ‚মিকা রাখার আগবান জানাই।