আকাশ যেন মেঘে ঢাকা,
সূর্যের দেখা নাই,
অভাবের ভারে কাঁপে বুক,
যার আছে সে বলে – আরো চাই।
দিন যায় রাত আসে,
দুঃখের শেষ নেই,
আয় যতই হোক সামান্য,
ব্যয়ে গড়ে খেই।
ফসলের মাঠে ঘাম ঝরে,
হাতের মুঠো খালি,
স্বপ্নগুলো মেলে না ডানা,
মুখ যে মলিন কালি।
সন্তানদের চোখে ক্ষুধার নীল,
মায়ের শূন্য হাঁড়ি,
মাটি চাষে জীবন যায়,
উপোস পুরো বাড়ি।
নদীর জলে প্রতিফলন,
কান্নার রূপ ধরা,
অভাব যেন চির সাথী,
গরিবের পথ চরা।
তবু আশার প্রদীপ জ্বলে,
হৃদয়ে থাকে গান,
স্বপ্ন দেখে কেউ তো একদিন
ভাঙবে অভাবের বান।
হৃদয়ে জাগে সেই প্রার্থনা,
নতুন ভোরের আলো,
অভাবের ছায়া মুছে যাবে,
গুছে যাবে সকল কালো।
তবু পথ চলা কঠিন হয়,
ত্যাগে ভরা জীবন,
গরিব মানুষের গল্পটা
এমনই হয় ইতিহাস করে স্মরণ।