স্টাফ রিপোর্টারঃ
কাব্যের আলো সাহিত্য পরিষদের (কাআসাপ) কাব্যের বেলাভূমি কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা পুরানা পল্টন হোটেল ক্যাফে তাজমহলে কাব্যগ্রন্থের মোড়ক উম্মচন ও সাহিত্য আড্ডার উদ্বোধন করেন, ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ও সভাপতি লালমোহন রিপোর্টার্স ইউনিটি।
অনুষ্ঠানে কবি ও ঔপন্যাসিক রাববান সরকবরের সভাপতিত্বে ও কাব্যের আলো সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা রাজনা চৌধুরীর উপস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, গবেষক, বহুভাষাবীদ, বহুগ্রন্থের প্রণেতা মাহামুদুল হাসান নিজামী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচিব সেহলী পারভীন৷ বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মাকসুদুর রহমান, খোন্দকার জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম রানা, কবি মীর মাহবুব আলম, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার যুগ্ম-সম্পাদক সাইদা সুলতানা, তাসলিমা বেগম, মোহাম্মদ ইমাম হাসান (সোহান) প্রমূখ।